ফিলিস্তিনে এখনো ইসরায়েলিদের বর্বরতা চলছে, তাদের ওপর নির্যাতন বন্ধ হয়নি। যতক্ষণ পর্যন্ত তাদের ওপর অত্যাচার বন্ধ না হবে, ততক্ষণ সংগ্রাম চলবে বলে জানিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।
তিনি বলেন, ‘গাজা মুক্ত হয়নি। গাজার মানুষ এখনো ইসলায়েলিদের আক্রমণের শিকার। তাদের ওপর এখনো নির্যাতন চলছে।’
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর তুরস্ক হয়ে শনিবার (১১ অক্টোবর) সকালে দেশে ফেরেন শহিদুল আলম। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।