সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক নির্দেশনার পর এমন অফিস আদেশ জারি করেছে সংস্থাটি। ইসির সংস্থাপন শাখার সহকারী সচিব মো. মমতাজ আল শিবলী ইতোমধ্যে আদেশটি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়েছেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের পাশাপাশি এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে লক্ষ্যেই সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি।
নিজস্ব প্রতিবেদক 









