ইসির দেওয়া চিঠিতে বলা হয়েছে, ২০ এপ্রিল আম জনতার দল আবেদন করলে দলের ব্যাংক হিসাব, তহবিলের উৎস, ৩৩ শতাংশ নারী অংশগ্রহণসহ প্রভৃতি তথ্য না থাকায় ১৫ জুলাই ঘাটতি পূরণের জন্য বলা হয়। দলটি সে অনুযায়ী সাড়া দেয়। তদন্তের পর অধিকতর যাচাই হয়। সে সময় নিবন্ধনের শর্ত মোতাবেক ২২টি জেলার মধ্যে দুটি জেলা কার্যালয় এবং ১০০টি উপজেলা কার্যালয়ের মধ্যে ৬৭টি কার্যালয় ও ২০০ ভোটার সমর্থক পাওয়া যায়নি।
০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
দুটি জেলা ও ৬৭ উপজেলা অফিস না থাকায় নিবন্ধন পায়নি তারেকের দল আমজনতা
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৬:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- 75
জনপ্রিয়










