অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করেছেন। তিনি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম আকরামকে পেছনে ফেলে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ব্রিসবেনের দিবারাত্রির টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন স্টার্ক। ম্যাচের দ্বিতীয় সেশনে বোলিংয়ে ফিরে মাত্র দু’টি বল করার পরই তিনি এই অসাধারণ কীর্তি গড়েন। তার দ্বিতীয় বলটিতে ইংল্যান্ডের হ্যারি ব্রুক জোরে ড্রাইভ করার চেষ্টা করেন, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বলটি চলে যায় স্লিপে। সেখানে দাঁড়ানো স্টিভেন স্মিথ মাথার ওপর থেকে নিখুঁতভাবে ক্যাচটি তালুবন্দী করেন। এই উইকেটের মাধ্যমেই স্টার্ক নতুন রেকর্ড বুকে নাম লেখান।
টেস্ট ক্রিকেটে ওয়াসিম আকরাম তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ৪১৪ উইকেট নিয়ে দীর্ঘদিন ধরে বাঁহাতি পেসারদের তালিকার শীর্ষে অবস্থান করছিলেন। কিন্তু গ্যাবা টেস্টে ব্রুকের উইকেটটি নেওয়ার সঙ্গে সঙ্গেই স্টার্কের মোট উইকেটসংখ্যা দাঁড়ায় ৪১৫, যা তাকে পাকিস্তানি সুপারস্টারের চেয়ে এক ধাপ এগিয়ে নিয়ে যায়।
এই টেস্টে স্টার্ক শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন। দিনের প্রথম ওভারেই তিনি বেন ডাকেটকে ফেরান এবং পরে ওলি পোপকে বোল্ড করে ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ডের সমকক্ষ হন। দ্বিতীয় সেশনে ব্রুককে আউট করেই তিনি রেকর্ডটি নিজের করে নেন।
তবে একটি জায়গায় এখনও ওয়াসিম আকরাম সামান্য এগিয়ে আছেন। আকরাম তার ৪১৪ উইকেট নিয়েছিলেন মাত্র ১৮১ ইনিংসে, যেখানে স্টার্কের ৪১৫ উইকেট পেতে লেগেছে ১৯৫ ইনিংস।
বর্তমানে টেস্ট ক্রিকেটে বাঁহাতি বোলারদের মধ্যে সেরা হওয়ার আর মাত্র একটি ধাপ বাকি আছে স্টার্কের জন্য। সামগ্রিকভাবে বাঁহাতি বোলারদের তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি রঙ্গনা হেরাথ, যিনি ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ক তার বর্তমান ফর্ম এবং ফিটনেস ধরে রাখতে পারলে, খুব দ্রুতই এই শ্রীলঙ্কান গ্রেটকেও পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল বাঁহাতি বোলার হওয়ার সুযোগ তৈরি করবেন।
নিজস্ব প্রতিবেদক 




















