বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার ব্যাপক নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া তথ্যানুযায়ী, জানাজা ও সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোর নিরাপত্তায় রাজধানীজুড়ে এক নিশ্ছিদ্র বলয় তৈরি করা হচ্ছে।
আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক বিশাল বহর মোতায়েন থাকবে।প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জানাজায় নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ভিভিআইপিদের নিরাপত্তা দিতে সেনাবাহিনীও মাঠে থাকবে।
বেগম জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা উপস্থিত থাকবেন। যেহেতু বেগম জিয়াকে আগেই ‘রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করা হয়েছিল, তাই তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রটোকল ও এসএসএফ (SSF)-এর বিশেষ নজরদারি থাকবে।
জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউ এবং জাতীয় সংসদ ভবন এলাকায় যান চলাচল সীমিত করা হচ্ছে।
-
খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ: এই রুটে সাধারণ যান চলাচল বন্ধ থাকতে পারে।
-
ব্যাগ ও ভারী বস্তু: নিরাপত্তার স্বার্থে এবং অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে জানাজায় অংশগ্রহণকারী সাধারণ মানুষকে সাথে করে কোনো বড় ব্যাগ বা ভারী জিনিস না আনতে অনুরোধ করা হয়েছে।
প্রেস সচিব আরও জানান যে, বেগম জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়ায় সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখা হবে। জানাজা অনুষ্ঠানটি দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করতে পারবে। তবে দাফন কার্যক্রমের সরাসরি সম্প্রচার করবে শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
পারিবারিক ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁর শেষ শয্যা রচিত হবে। আজ বেলা সাড়ে ১১টা থেকেই সেখানে কবরের মাপজোক ও প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু হয়েছে। জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মান (State Honor) প্রদানের মাধ্যমে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। জানাজার সময় হালকা বৃষ্টি ও কুয়াশার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে ছাতা ও শীতের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 









