ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দপ্তর প্রধানদের নিয়ে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জনবান্ধব সেবা দিতে হবে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন করতে হবে, যার লক্ষ্য হলো কৃষিজমি সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, পরিবেশ উন্নয়ন, এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা। সিনিয়র সচিব দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশপ্রেম মানে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং একজন দেশপ্রেমিক নাগরিকের দুর্নীতি, অন্যায় বা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। তিনি বর্তমান প্রজন্মকে দেশপ্রেমকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে প্রযুক্তি, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। ভূমি ভবনে অবস্থিত সব দপ্তরের সমন্বয়ে একটি কেন্দ্রীয় লাইব্রেরি প্রতিষ্ঠার গুরুত্ব আরোপ করেন তিনি। মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কার্যসম্পাদনের সুবিধার্থে ৫৩টি জেলার চাহিদার ভিত্তিতে মোটরসাইকেল সরবরাহের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমি ভবনের কারিগরি রক্ষণাবেক্ষণ, সৌন্দর্যবর্ধন এবং নিরাপত্তা জোরদারেরও নির্দেশনা দেন তিনি।
সভায় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















