দীর্ঘদিনের শীর্ষস্থানীয় ইসলামি আলেম শেখ ড. সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল-ফাওজানকে সৌদি আরবের নতুন ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রায় ৯০ বছর বয়সী এই বিশিষ্ট পণ্ডিত দীর্ঘদিন ধরে দেশের অন্যতম শীর্ষ আলেম হিসেবে পরিচিত।
দুই পবিত্র মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর খাদেম বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ এক রাজকীয় আদেশের মাধ্যমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন। দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে বুধবার (২২ অক্টোবর) এই রাজকীয় আদেশ জারি হয় বলে জানিয়েছে আরব নিউজ।
এই নিয়োগের মাধ্যমে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে একটি নতুন অধ্যায় সূচিত হলো। রাজকীয় আদেশে শেখ ফাওজানকে শুধু গ্র্যান্ড মুফতিই নয়, একইসঙ্গে সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান এবং ইফতা ও গবেষণাবিষয়ক স্থায়ী কমিটির প্রধান হিসেবেও নিযুক্ত করা হয়েছে।
তিনি সম্প্রতি প্রয়াত গ্র্যান্ড মুফতি শায়খ আবদুলআজিজ আল-শেখের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। শেখ ফাওজানের এই নিয়োগ সৌদি আরবের ধর্মীয় নীতি ও ফতোয়া প্রদানের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক 






















