সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে দুটি ট্রাকে করে এক্সকাভেটর দুটি ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আনা হয়। তবে তারা কোনো সংগঠনের বা দলের কিনা সেটি জানা যায়নি।
পরে ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে এক্সকাভেটর প্রবেশে বাধা দেয় পুলিশ। তখন এক্সকাভেটর দুটি পাশের মেট্রো শপিং মলের সামনে রাখা হয়।
এর অগে ঘটনাস্থলে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম উত্তেজিত ছাত্র-জনতাকে বোঝানোর চেষ্টা করেন। তখন ছাত্র-জনতার পক্ষ থেকে মাইকে বলতে শোনা যায়, প্রশাসন ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তা দেওয়ার জন্য নয়, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য।
এ সময় সেখানে শেখ হাসিনার দুটি কুশপুতুল পোড়ানো হয়। পাশাপাশি ছাত্র-জনতা স্লোগান দেয়, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ধানমন্ডি ৩২ ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।
নিজস্ব প্রতিবেদক 









