ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার (২২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইউএনওদের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন।
সিইসি’র মূল নির্দেশনা ও বক্তব্য:
- চাপের কাছে নতি স্বীকার না করা: নির্বাচনে দায়িত্ব পালনকালে কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার না করতে তিনি ইউএনওদের প্রতি আহ্বান জানান।
- কমিশনের অবস্থান: সিইসি স্পষ্ট করেন যে, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে নত হবে না এবং আইন অনুযায়ী নির্দেশনা দেবে। বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না।
- আইনের প্রতি শ্রদ্ধাশীলতা: দেশের বর্তমান দুরবস্থার জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীলতার অভাবকে দায়ী করে সিইসি বলেন, পরিস্থিতি বদলাতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। তিনি ‘রুল অব ল’ (আইনের শাসন) চাইলেন, ‘রুল বাই ল’ (শাসন করার জন্য বানানো আইন) নয়।
- দায়িত্ব পালনে নিরপেক্ষতা: নির্বাচনকালীন যে কোনো দায়িত্ব ন্যায়ানুগভাবে, আইনসম্মতভাবে, নিরপেক্ষভাবে (নিউট্রালি) এবং পেশাদারিত্বের (প্রফেশনালি) সাথে পালন করতে হবে।
- সঙ্কট মোকাবিলায় প্রস্তুতি: যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষা করার মানসিকতা রাখারও পরামর্শ দেন তিনি।
- আগাম ব্যবস্থা: তিনি বলেন, “ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না।” অর্থাৎ, পরিস্থিতি অবনতির আগেই ব্যবস্থা নিতে হবে।
- প্রশিক্ষণের গুরুত্ব: সিইসি এই প্রশিক্ষণকে গুরুত্ব সহকারে নিয়ে অর্জিত জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিতে নির্দেশ দেন।
নিজস্ব প্রতিবেদক 



















