০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

শরণার্থী প্রবেশের সর্বোচ্চ সীমা ৭ হাজার ৫০০ নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ২০২৬ অর্থবছরের জন্য শরণার্থী প্রবেশের সর্বোচ্চ সীমা ৭ হাজার ৫০০ নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত হোয়াইট হাউসের একটি নথিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বার্ষিক শরণার্থী গ্রহণ নীতি নির্ধারণের সময় ট্রাম্প ঘোষণা করেন, শরণার্থী হিসেবে গ্রহণে অগ্রাধিকার দেওয়া হবে মূলত দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ জাতিগত সংখ্যালঘুদের। তার দাবি, কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে শ্বেতাঙ্গরা নিপীড়নের শিকার হচ্ছেন।

তবে দক্ষিণ আফ্রিকার সরকার ট্রাম্পের এ অভিযোগ অস্বীকার করেছে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসন শরণার্থী প্রবেশ সাময়িকভাবে স্থগিত রেখেছিল। ট্রাম্প তখন বলেন, যুক্তরাষ্ট্রে কেবল তখনই আশ্রয় দেওয়া হবে, যখন সেটা দেশের সর্বোত্তম স্বার্থে হবে। এর কয়েক সপ্তাহ পরই শ্বেতাঙ্গ আফ্রিকানদের জন্য বিশেষ শরণার্থী সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

সেপ্টেম্বরের শুরু পর্যন্ত মাত্র ১৩৮ জন দক্ষিণ আফ্রিকান যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত সিদ্ধান্তে ট্রাম্প বলেন, তার প্রশাসন এমন ব্যক্তিদের আনার কথা বিবেচনা করবে, যারা নিজ দেশে অবৈধ বা অন্যায় বৈষম্যের শিকার।

ট্যাগ :
জনপ্রিয়

স্বাধীনতার সুফল আমরা ঘরে তুলতে ব্যর্থ হয়েছি : মামুনুল হক

শরণার্থী প্রবেশের সর্বোচ্চ সীমা ৭ হাজার ৫০০ নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ০১:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে ২০২৬ অর্থবছরের জন্য শরণার্থী প্রবেশের সর্বোচ্চ সীমা ৭ হাজার ৫০০ নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত হোয়াইট হাউসের একটি নথিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বার্ষিক শরণার্থী গ্রহণ নীতি নির্ধারণের সময় ট্রাম্প ঘোষণা করেন, শরণার্থী হিসেবে গ্রহণে অগ্রাধিকার দেওয়া হবে মূলত দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ জাতিগত সংখ্যালঘুদের। তার দাবি, কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে শ্বেতাঙ্গরা নিপীড়নের শিকার হচ্ছেন।

তবে দক্ষিণ আফ্রিকার সরকার ট্রাম্পের এ অভিযোগ অস্বীকার করেছে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসন শরণার্থী প্রবেশ সাময়িকভাবে স্থগিত রেখেছিল। ট্রাম্প তখন বলেন, যুক্তরাষ্ট্রে কেবল তখনই আশ্রয় দেওয়া হবে, যখন সেটা দেশের সর্বোত্তম স্বার্থে হবে। এর কয়েক সপ্তাহ পরই শ্বেতাঙ্গ আফ্রিকানদের জন্য বিশেষ শরণার্থী সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

সেপ্টেম্বরের শুরু পর্যন্ত মাত্র ১৩৮ জন দক্ষিণ আফ্রিকান যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত সিদ্ধান্তে ট্রাম্প বলেন, তার প্রশাসন এমন ব্যক্তিদের আনার কথা বিবেচনা করবে, যারা নিজ দেশে অবৈধ বা অন্যায় বৈষম্যের শিকার।