দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং অভিনেতা বিজয় দেবারকোন্ডার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। ভারতীয় গণমাধ্যমগুলো কিছুদিন আগে নিশ্চিত করে যে, এই তারকা জুটি গোপনে বাগদান সেরে ফেলেছেন এবং ২০২৬ সালের শুরুতেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপ থাকা এই জুটি তাদের সম্পর্ক বা বিয়ের পরিকল্পনা নিয়ে কখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। কিন্তু সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে রাশমিকা প্রথমবারের মতো বিয়ে সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হয়েছেন।
সাক্ষাৎকারে সঞ্চালক অনুপমা চোপড়া অভিনেত্রী রাশমিকাকে সরাসরি জিজ্ঞেস করেন যে, তিনি তার বিয়ের পরিকল্পনার কথা স্বীকার করবেন, নাকি সেটিকে গুজব বলে উড়িয়ে দেবেন? এমন ব্যক্তিগত প্রশ্নে রাশমিকা প্রথমে কিছুটা সময় নেন, কিন্তু পরে হেসে দিয়ে একটি ইঙ্গিতপূর্ণ উত্তর দেন। তিনি বলেন, “আমি কোনোটাই করব না।”
অবশ্য রাশমিকা পরে তার ভক্তদের উদ্দেশ্যে আরও বলেন, “যখন সময় হবে, তখন আমরাই ঘোষণা দেব।” রাশমিকার এই রহস্যময় উত্তরটিকে ভক্ত এবং গণমাধ্যম উভয় মহলই তাদের সম্পর্কের একটি পরোক্ষ স্বীকারোক্তি হিসেবে ধরে নিচ্ছে।
রাশমিকা এ সময় আরও জানান যে, ব্যক্তিগত কোনো খবর ভক্ত বা গণমাধ্যমের সঙ্গে ভাগ করে নেওয়ার আগে তিনি কিছুটা সময় নিতে চান এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন।
প্রসঙ্গত, রাশমিকা ও বিজয়ের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয় ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’—এই দুটি সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর থেকে। এরপর থেকে বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিজুড়ে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা চলতে থাকে। গত আগস্ট মাসে এই জুটিকে নিউ ইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে একসঙ্গে দেখা যায়। এরপর তারা দুজন ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ নামের একটি অনুষ্ঠানেও যোগ দেন, যা তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও উসকে দেয়।
যদিও তারা কখনোই আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে ২০২৪ সালে রাশমিকা ও বিজয় দুজনই আলাদাভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে তারা ‘সিঙ্গেল নন’, যদিও কেউই তাদের সঙ্গীর নাম প্রকাশ করেননি।
নিজস্ব প্রতিবেদক 





















